জেনেভায় এইচএসবিসি ব্যাংকের কার্যালয়ে তল্লাশি
অর্থপাচারের অভিযোগে জেনেভায় অবস্থিত ব্রিটেনভিত্তিক এইচএসবিসি ব্যাংকের কার্যালয়ে বুধবার তল্লাশি চালিয়েছে সুইস প্রসিকিউটররা।
প্রসিকিউটররা জানিয়েছেন, তারা অর্থপাচারের বিষয়ে প্রাইভেট ব্যাংকটির কার্যক্রম ও জড়িত সন্দেহভাজনদের বিষয়ে অনুসন্ধান চালাতে কার্যালয়টিতে গিয়েছিলেন।
অনুসন্ধান কার্যক্রম আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তারা।
এইচএসবিসি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা করবে।
এইচএসবিসি ব্যাংকের সুইস শাখার বিরুদ্ধে ধনী গ্রাহকদের কর ফাঁকিতে সহায়তার অভিযোগ উঠার সপ্তাহখানেক পর এ অভিযান চালানো হলো।
সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কর ফাঁকিতে সহযোগিতা ও অপরাধীদের হিসাব চালনায় এইচএসবিসি ব্যাংকের কার্যক্রম তুলে ধরা হয়েছে।
যুক্তরাজ্যের শুল্ক বিভাগের ফাঁস হওয়া এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১০ সালে ১১০০ ব্যক্তি তাদের কর পরিশোধ করেনি।
এ সমস্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড এইচএসবিসি ব্যাংকের কার্যক্রমের বিষয়ে অনুসন্ধান শুরু করে। তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম








