ট্রান্সফাস্ট-ব্র্যাকের তাৎক্ষণিক ডিপোজিট সেবা শুরু
ঢাকা: বাংলাদেশে তাৎক্ষণিক ব্যাংক ডিপোজিট সেবা এনেছে ট্রান্সফাস্ট-ব্র্যাক ব্যাংক।
মঙ্গলবার রাজধানীর অভিজাত রেস্টুরেন্টে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে ট্রান্সফাস্টের যে কোনো গ্রাহক বিশ্বের যেকোনো স্থান থেকে ব্র্যাক ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা জমা রাখতে পারবেন।
ট্রান্সফাস্টের প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট সামিশ কুমার বলেন, “বাংলাদেশে জিডিপির প্রায় ৬ শতাংশ আসে রেমিটেন্স থেকে। উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের ব্র্যাংক ব্যাংক এক পথিকৃৎ। গ্রাহকদের জন্য দেশে-বিদেশে নিরাপদে এবং তাৎক্ষণিকভাবে টাকা জমা প্রদানের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।”
বাংলাদেশে আসা মোট রেমিটেন্সের প্রায় চার শতাংশ ব্র্যাক ব্যাংকের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে দাবি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বিদেশে বাংলাদেশি কম্যুনিটির জন্য উন্নত সেবা ও সুবিধা প্রদানে ট্রান্সফাস্টের আন্তরিক প্রয়াস এবং বাংলাদেশে তাদের পরিবার ও স্বজনের জন্যে উন্নত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানে আমাদের লক্ষ্য একই সূত্রে বাঁধা।”
অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ট্রান্সফাস্টের এশিয়া ও আফ্রিকা অঞ্চলের পরিচালক সামির বিধাতে এবং ট্রান্সফাস্টের কান্ট্রি হেড মোহম্মদ খাইরুজ্জামানসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








