News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ১৫ আগস্ট ২০২৫
আপডেট: ১৫:০৫, ১৫ আগস্ট ২০২৫

বাজারে লাগামহীন সবজির দাম, বিপাকে ক্রেতারা

বাজারে লাগামহীন সবজির দাম, বিপাকে ক্রেতারা

ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। রাজধানীর বাজারগুলোতে বর্তমানে অধিকাংশ সবজিই ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের ক্রেতারা।

শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে বাজার ঘুরে দেখা যায়, বেগুন কেজিপ্রতি ১০০ থেকে ২০০ টাকা,  করলা, বরবটি, কাঁকরোল ১০০-১২০ টাকা, আমদানি করা টমেটো ১৬০-১৮০ টাকা, পটোল, ঢ্যাঁড়স, ঝিঙা ৮০-১০০ টাকা,  চিচিঙ্গা, ধুন্দুল, কচুমুখি ৬০-৮০ টাকা, শুধু মিষ্টিকুমড়া, পেঁপে ও কাঁচকলা ছাড়া প্রায় সব সবজির দাম ৫০ টাকার ওপরে। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়।

বাজারে মাছ-মাংস ও ডিমের দামও বেড়েছে। বড় ইলিশ কেজিপ্রতি ২৪০০-২৫০০ টাকা, রূপচাঁদা ১০০০-১৬০০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা এবং কাতলা ৭০০-৮০০ টাকা। ব্রয়লার মুরগি বেড়ে হয়েছে ১৭০ টাকা কেজি, সোনালি ৩২০-৩৪০, আর দেশি মুরগি ৬০০-৭০০ টাকা। প্রতি ডজন লাল ডিম ১৪৫-১৫০ টাকা, সাদা ১৩৫-১৪০ টাকা ও হাঁসের ডিম ২৩০ টাকা।

আরও পড়ুন: ৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আর এ কারণে পাইকারি ও খুচরা দামের ফারাক বেড়েছে।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার বলেন, এখন লিন সিজন বা কম উৎপাদনের সময়। ফলে সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বেড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়