ঐতিহ্যের ২০ বছরে পদার্পণ উপলক্ষে বই উৎসব

২০তম বছরে পদার্পণ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে বই উৎসবের আয়োজন করেছে। ১৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব।
ঐতিহ্য ইতোমধ্যে সহস্রাধিক বই প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্র-রচনাবলিসহ বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, শরৎ ও আল মাহমুদ রচনাবলি। পাঠক মহলে ঐতিহ্য রচনাবলি সমাদৃত হয়েছে।
ক্যাবল টিভি, মোবাইল, ইন্টারনেট ও ডিভাইসের যুগে সৃজনশীল বই প্রকাশনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঐতিহ্য প্রকাশ করছে বিষয় বৈচিত্র্যের নানারকম বই। প্রতিষ্ঠানটি প্রতিবছর আয়োজন করে চলেছে বুক রিভিউ প্রতিযোগিতা, নির্বাচিত পাঠাগারে বই অনুদানসহ বই উৎসব। তারই ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ঐতিহ্য বই উৎসব।
উৎসবে শতাধিক বই বিক্রি হবে ২০-৫০ টাকা মূল্যে। বেশিরভাগ বই ৩৫ শতাংশের বেশি ছাড় রয়েছে। সর্বোচ্চ ছাড় ৭০ শতাংশ। রচনাবলিতে থাকছে অন্যান্য সময় থেকে বেশি ছাড়।
প্রসঙ্গত, উৎসব উপলক্ষে প্রতিষ্ঠানটি ১০টি নতুন বই প্রকাশ করেছে। বই উৎসব কোনো বিরতি ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ