কক্সবাজারে ব্রিজের পাশে গুলিবিদ্ধ মরদেহ

ছবি সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রূপপতি ব্রিজের পাশে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এসআই সিদ্ধার্থ সাহা বলেন, “খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ