News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২৫ আগস্ট ২০১৯
আপডেট: ০২:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

কক্সবাজারে ব্রিজের পাশে গুলিবিদ্ধ মরদেহ

কক্সবাজারে ব্রিজের পাশে গুলিবিদ্ধ মরদেহ

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রূপপতি ব্রিজের পাশে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এসআই সিদ্ধার্থ সাহা বলেন, “খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়