News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ২৪ জানুয়ারি ২০২০
আপডেট: ০৮:৩৬, ১ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির অধিকাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সব শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো হয়েছে। জানা গেছ ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছার পরই ট্রেনটির মাঝামাঝি একটি বগিতে (পাওয়ার কার) আগুন লেগে যায়। প্রথমে আশেপাশের লোকজন ও পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

ট্রেন যাত্রী নাসিরনগরের চাতলপাড়ের ইমদাদুল হক জানান, ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামার মুহুর্তে এ ঘটনা ঘটে। স্টেশনে নামার পর দেখি পিছন দিকের বগিতে আগুন লেগেছে। তাৎক্ষনিকভাবে সামনের দিকে বগি নিয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) এগিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়