‘নারীর জন্য সুনির্দিষ্ট বাজেট বাস্তবায়ন প্রায় অসম্ভব’
ঢাকা: নারীর জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ দেয়া হলেও তা বাস্তবায়ন প্রায় অসম্ভব হবে। স্থানীয় সরকার যত বেশি শক্তিশালী হবে নারী-পুরুষের ক্ষতায়নও তত বেশি হবে। একথা বলেছেন ডেপুটি স্পিকার শওকত আলী।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত জাতীয় বাজেট ২০১৫-১৬: নারীর প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
সেমিনারে নারী প্রগতি সংঘ দাবি জানায়, নারীর উন্নয়নের জন্য ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে কমপক্ষে ১৩ শতাংশ বরাদ্দ রাখতে হবে।
বক্তারা এসময় বলেন, ‘‘নারীর জন্য প্রণীত প্রকল্পের সংখ্যা, প্রকৃতি ও বরাদ্দকৃত সম্পদের পরিমাণের ওপর নির্ভর করে বাজেট বরাদ্দ করতে হবে। শুধু বাজেট দিলেই হবে না, বাজেটের যথাযথ ব্যয় নিশ্চিত করার জন্য মনিটরিং সেল গঠন করতে হবে।’’
জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এবং জাতীয় কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, ‘‘আগামী বাজেটে অন্তত তিনটি মন্ত্রণালয়ে পরীক্ষামূলকভাবে জেন্ডার বাজেট তদারকি করতে হবে।’’
বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, স্থানীয় সরকার, পানি, বিদ্যুৎ, জ্বালানি, জনপ্রশাসন, ক্রীড়া, আদিবাসী ও চরাঞ্চল নারীর উন্নয়ন ও সংস্কৃতি খাতে নারীর উন্নয়নের দাবি করেন তারা।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বিআইডিএসের সাবেক গবেষণা ফেলো ড. প্রতিমাপাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ইউএন ওমেনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর তপিত সাহা প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








