টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে টাইগারদের জন্য এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। জয়ের পথে বাংলাদেশকে আবার তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের ফলাফলের দিকে।
বাংলাদেশের দলে এসেছে চারটি পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে পারভেজ আহমেদ ইমন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ। বাংলাদেশ আজ দুই পেসার ও তিনটি স্পিনার নিয়ে মাঠে নামেছে। তবে পরিবর্তন হিসেবে সাইফ হাসান ও শামীম হোসেন বিকল্প হাত হিসেবে ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: ‘বাঁচা-মরার’ লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ
অপরদিকে আফগানিস্তান আগের একাদশ অপরিবর্তিত রেখেছে। তারা চার স্পিনার ও চার পেসারের সমন্বয়ে মাঠে নামেছে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ:
রশিদ খান (অধিনায়ক), সেদিকুল্লাহ আতাল, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, এএম গাজানফার, নুর আহমেদ, ফাজালহক ফারুকি।
ম্যাচে বাংলাদেশকে মূলত ব্যাটিং শক্তি এবং পেস-বলের ভারসাম্য দিয়ে মাঠে নামতে দেখা যাবে। সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে টাইগারদের জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই।
নিউজবাংলাদেশ.কম/পলি