News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

‘বাঁচা-মরার’ লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ

‘বাঁচা-মরার’ লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে। 

টাইগারদের জন্য এটি একটি বাঁচা-মরার লড়াই; টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই। শুধু জয়ই নয়, সুপার ফোরে উন্নতির জন্য বড় ব্যবধানে জিততেও হবে বাংলাদেশকে।

বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারাতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের মধ্য দিয়ে টাইগাররা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফর্ম করতে পারেনি লিটন দাসের দল। তাই আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য একটি ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে বিবেচিত।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামপ্রাপ্ত পেসার তাসকিন আহমেদ আজ দলের সঙ্গে ফিরছেন। এ ক্ষেত্রে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম একাদশ থেকে বাদ পড়তে পারেন। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন: এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

ওপেনিংয়ে হংকংয়ের বিপক্ষে ২৪ রানের জুটি গড়া পারভেজ হোসেন ও তানজিদ হাসান আজও আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং করার কথা। তিন নম্বরে অধিনায়ক লিটন দাস খেলবেন। চারে তাওহিদ হৃদয়ের পরিবর্তে দলে দেখা যেতে পারে সাইফ হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৪ ইনিংসে ফিফটি না পাওয়া হৃদয় নিজেও জানিয়েছেন যে সে নিজের সেরাটা দিতে পারছে না। এ ছাড়া গত ম্যাচে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া শামীম হোসেন ও জাকের আলীয়ের জায়গা নিশ্চিত। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান।

ছন্দে নেই রিশাদ হোসেন। শেষ ৬ ইনিংসের মধ্যে চারটিতে তিনি উইকেট নিতে পারেননি। রিশাদের জায়গায় সর্বশেষ দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে টিম ম্যানেজমেন্ট বিবেচনায় রাখতে পারে। নাসুমও ব্যাট চালাতে পারার ক্ষমতা রাখেন।

শ্রীলঙ্কা ম্যাচে বাদ পড়া তাসকিন আহমেদ দলে ফিরলে বাঁহাতি পেসার শরীফুলের জায়গায় খেলবেন। মুস্তাফিজুর রহমানের সঙ্গে আরেক পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসানকে।

অধিনায়ক লিটন দাস বলেন, আমরা জানি এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেব। আমরা জয়ের বিকল্প কিছুই ভাবছি না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়/সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশের লক্ষ্য আজকের ম্যাচে জয় নিশ্চিত করা এবং সুপার ফোরে ওঠার সম্ভাবনা বাড়ানো। ব্যাট হাতে লিটন-তামিম, বোলিংয়ে পেস-স্পিন মিলিয়ে যৌথ আক্রমণই হতে পারে টাইগারদের মূলমন্ত্র। সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়