আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন স্টার্ক

ছবি: সংগৃহীত
আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক জানান, “টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ—শুধু শিরোপা জয়ের কারণে নয়, অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও এটি বিশেষ হয়ে থাকবে।”
৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ফরম্যাটটিতে তার শিকার ৭৯টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।
আরও পড়ুন: টাইগারদের সহজ জয়: ৯ উইকেটে হারল নেদারল্যান্ডস
অস্ট্রেলিয়ার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সবশেষ তিনি খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
নিউজবাংলাদেশ.কম/এসবি