টাইগারদের সহজ জয়: ৯ উইকেটে হারল নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আবারো দেখালো একক আধিপত্য। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ১০৩ রানে আটকে রেখে ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় তুলে নিল টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত হলো, ফলে সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরুতেই চাপের মুখে পড়ে। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের একের পর এক উইকেট হারাতে হয়। ১৪ রানের মাথায় ১০ বলে ৮ রান করা ওপেনার ম্যাক্স ও’দোদকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। পরের বলেই তেজা নিদামানুরুরুকেও বোল্ড করেন তিনি। যদিও হ্যাটট্রিকের সুযোগ পাননি নাসুম। ১৭ বলে ২৪ রান করা ওপেনার বিক্রমজিত সিং ফেরান তাসকিন আহমেদ। পাওয়ারপ্লেতে ছয় ওভারে নেদারল্যান্ডস তুলেছে ৪০ রান, হারিয়েছে তিন উইকেট।
শেষ দিকে দলের হাল ধরেন আরিয়ান দাত। ২৪ বলে তিন চার ও একটি ছক্কায় ৩০ রান করে ড্যানিয়েল ডোরামের সঙ্গে ২২ রানের জুটি গড়ে দলের সংগ্রহ তিন অঙ্কে পৌঁছে দেন। তবে শেষ উইকেটে শেখ মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ তিনটি উইকেট নেন। দুইটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন সাবলীল ব্যাটিং শুরু করেন। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। ২১ বলে ২৩ রান করে ইমন সাজঘরে ফেরার পর অধিনায়ক লিটন দাস যোগ দেন। তানজিদ ও লিটনের ক্রিজে দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের পথে এগোতে সাহায্য করে।
শেষে ধীরেসুস্থে এগোতে থাকে দুই ব্যাটার। তানজিদ ৪০ বল খেলে ৫৪ রানের ইনিংস খেলেন এবং ফিফটি স্পর্শ করেন। লিটন ১৮ বলে ১৮ রান করে ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৪তম ওভারের প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে জয় নিশ্চিত করেন তানজিদ।
সাবলীল ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের যুগলবন্দিতে বাংলাদেশ সিরিজ জয়ের পাশাপাশি এশিয়া কাপের প্রস্তুতি নিশ্চিত করল। তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে জয় পেলে টাইগাররা নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করবে।
আরও পড়ুন: ডাচদের ১০৩ রানে গুটিয়ে সিরিজের দোরগোড়ায় বাংলাদেশ
স্কোর
নেদারল্যান্ডস: ১৭ ওভারে ১০৩ (ও’ডাউড ৮, ভিক্রামজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, জুলফিকার ২, ক্লেইন ৪, প্রিঙ্গল ১৬, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩-০-১৮-২)
বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (পারভেজ ২৩, তানজিদ ৫৪*, লিটন ১৮*; আরিয়ান ৪-০-১৪-০, ক্লেইন ২.১-০-২০-১, ফন মিকেরেন ৩-০-২৮-০, ডোরাম ২-০-১৩-০, ও’ডাউড ২-০-২৬-০)
ম্যাচের হাইলাইটস
নাসুমের শুরুতে আঘাত: একাদশে ফিরেই নাসুম আহমেদ তিন উইকেট নেন, যার মধ্যে প্রথমে ম্যাক্স ও’ডাউড ও তেজা নিদামানুরু।
তাসকিনের গুরুত্বপূর্ণ শিকার: পাওয়ারপ্লের শেষে ভিক্রামজিত সিংকে থামান তিনি।
মুস্তাফিজের ধারাবাহিক সাফল্য: নবম ওভারেই এডওয়ার্ডসকে বোল্ড করে দলের নিয়ন্ত্রণ ধরে রাখেন।
তানজিদের জীবন: ২৮ রানে থাকা তানজিদ কেমনও ক্যাচ ধরতে পারেননি ফিল্ডার; পরবর্তীতে ৫৪ রানের ইনিংস খেলেন।
লিটনের দায়িত্বশীল ব্যাটিং: শেষ পর্যন্ত ১৮ বলে ১৮ রান করে জয়ের বন্দরে নোঙর করেন।
দল পরিবর্তন ও একাদশ
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, ম্যাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।
বাংলাদেশের ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাদের এশিয়া কাপের প্রস্তুতির জন্য আত্মবিশ্বাস যোগাচ্ছে। টানা তিনটি সিরিজ জিতে লিটন দাসের নেতৃত্বাধীন দল যেন ঠিক সময়ে ছন্দে ফিরে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি