News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪১, ১ সেপ্টেম্বর ২০২৫

ডাচদের ১০৩ রানে গুটিয়ে সিরিজের দোরগোড়ায় বাংলাদেশ

ডাচদের ১০৩ রানে গুটিয়ে সিরিজের দোরগোড়ায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে একপাক্ষিক হয়ে গেল সিরিজের দ্বিতীয় ম্যাচ। কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি টাইগারদের সামনে। জুটি গড়তে ব্যর্থ হয়ে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। 

সোমবার (১ সেপ্টেম্বর) টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। সিরিজ জিততে বাংলাদেশের সামনে এখন সহজ সমীকরণ—১০৪ রান।

তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। লেন্থে করা ডেলিভারিতে ভুল শট খেলে মাত্র ৮ রান করে ফেরেন ওপেনার ম্যাক্স ও’ডাউড। একই ওভারে গোল্ডেন ডাকের শিকার হন তেজা নিদামানুরু। গালি অঞ্চলে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন তিনি।

পাওয়ার-প্লের শেষ ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে তৃতীয় বলেই ফেরান ওপেনার বিক্রমজিৎ সিংকে। ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে চালাতে গিয়ে ধরা পড়েন তানজিম হাসান সাকিবের হাতে। ফেরার আগে বিক্রম ১৭ বলে ২৩ রান করেন ৪টি চার মেরে।

তবে পরের বলেই শারিজ আহমেদের সহজ ক্যাচ ফেলেন তানজিম। পাওয়ার-প্লে শেষে নেদারল্যান্ডসের স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪০ রান।

সপ্তম ওভারে নন-স্ট্রাইক প্রান্তে রান আউটের সুযোগ নষ্ট করেন তাওহীদ হৃদয়। তবে সেই হতাশা কাটান মোস্তাফিজুর রহমান। নবম ওভারে অফ কাটারে বিভ্রান্ত করে ফেরান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (১১ বলে ৯)। শর্ট মিড অন থেকে দৌড়ে আসা পারভেজ ইমন ক্যাচটি তালুবন্দি করেন।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ডাচদের পঞ্চম উইকেটটি আসে সাইফ হাসানের দুর্দান্ত ফিল্ডিং থেকে। শর্ট মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে থ্রো করে রান আউট করেন নোয়াহ ক্রোয়েসকে (২)। একই ওভারে তানজিম লেগ বিফোরের ফাঁদে ফেলেন শারিজ আহমেদকে, যিনি দু’বার জীবন পেয়েও ১৭ বলে ১২ রান করতে পেরেছিলেন।

এরপর মোস্তাফিজ ফিরিয়ে দেন সিকান্দার জুলফিকারকে (২)। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে তাসকিন তুলে নেন কাইল ক্লেইনকে (৪)।

শেষদিকে আরিয়ানের প্রতিরোধ, তবু ব্যর্থ ডাচরা

৮১ রানে নবম উইকেট হারায় নেদারল্যান্ডস। নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন পল ফন মিকেরেন (৩)। শেষ ব্যাটার হিসেবে শেখ মেহেদির শিকার হয়ে ফেরেন আরিয়ান দত্ত। ক্যারিয়ার সেরা লড়াকু ইনিংসে ২৪ বলে ৩০ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন তিনি। তবে ইনিংস শেষ হয় ১৭.৩ ওভারে ১০৩ রানে।

বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ২১ রান খরচায় নেন সর্বোচ্চ ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট ঝুলিতে ভরেন তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি হাসান।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস ১০৩/১০ (১৭.৩ ওভার)

ও’ডাউড ৮, বিক্রমজিৎ ২৩, তেজা ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, নোয়াহ ২, সিকান্দার ২, কাইল ৪, মিকেরেন ৩, আরিয়ান ৩০, ড্যানিয়েল ২*।

বাংলাদেশি বোলাররা: নাসুম ৪-০-২১-৩, মোস্তাফিজ ৩-০-১৮-২, তাসকিন ৪-০-২২-২, তানজিম ৩-০-১৬-১, মেহেদি ৩.৩-০-২৪-১।

সিরিজ জিততে বাংলাদেশের সামনে এখন মাত্র ১০৪ রানের সহজ লক্ষ্য।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়