টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিক টাইগাররা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
প্রথম ম্যাচের বড় জয় পেয়ে সিরিজ নিশ্চিত করার পথে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। পেসার শরীফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব। এ পরিবর্তন আসছে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
নেদারল্যান্ডসের একাদশে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচের একাদশ থেকে টিম প্রিঙ্গলের জায়গায় এসেছেন ব্যাটসম্যান সিকান্দার জুলফিকার।
আরও পড়ুন: ডাচদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের
নেদারল্যান্ডসের একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শাহরিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।
প্রথম ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশের দাপট ছিল চোখে পড়ার মতো। ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে জয় পেলে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই নেদারল্যান্ডসের।
বাংলাদেশের খেলোয়াড়রা শেষ দুটি টি-টোয়েন্টি সিরিজই জয় করেছে। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকেও হারিয়েছে। এবার টাইগারদের লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়।
নিউজবাংলাদেশ.কম/পলি