কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি সাকিব
ফাইল ছবি
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের মাটিতে শেষবার জাতীয় দলের জার্সিতে নামার পর থেকে দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও, রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় এই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।
ক্রীড়ামহলে জানা যায়, সাকিব সাবেক সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে না পারায়, তার ক্যারিয়ার ঘরোয়া ও আন্তর্জাতিক মঞ্চে স্থবির হয়ে পড়েছে। সাকিব প্রকাশ করেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার দেশে ফেরা ও জাতীয় দলে অন্তর্ভুক্তির প্রচেষ্টা রুখে দিয়েছেন।
জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও সাকিব নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে যাচ্ছেন। তবে বোলিং অ্যাকশনে চলমান নিষেধাজ্ঞার কারণে, ওয়ানডে বা টেস্ট স্কোয়াডে শুধু ব্যাটার হিসেবে রাখার সুযোগও হয়নি। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে ভাটা পড়ার পরও, পুনরায় সাকিবকে দলে আনার বিষয়ে বিতর্ক রয়েছে। এ বিষয়ে আসিফ মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি আর সাকিবকে দেশের হয়ে খেলতে দিতে চান না।
আরও পড়ুন: তামিমের নেতৃত্বে ঘরোয়া ক্রিকেট থেকে সরে গেল ৪৮ ক্লাব
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। মিরপুরে ভক্তদের সামনে ক্যারিয়ার শেষ করার ইচ্ছাও ব্যক্ত করেছেন।
সাকিব বলেন, এটা শুধু আমার জন্য নয়, ভক্তদের জন্যও গুরুত্বপূর্ণ। যদি মিরপুরে শেষ ম্যাচ খেলতে পারি, তাহলে সেটা আমার ও ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে।
সাম্প্রতিক সময়ে দেশের বাইরে থাকায় এবং গণঅভ্যুত্থানের সময় পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশের কারণে সমালোচনার মুখে পড়েন সাকিব।
এ প্রসঙ্গে তিনি বলেন, সেটা শুধু একটি মুহূর্ত ছিল, যা ভুলভাবে বোঝা হয়েছিল। আমি পরিস্থিতি বুঝতে পারিনি, তবে মানুষের প্রতিক্রিয়া সম্মান করি। তবুও কোনো আফসোস নেই। এখন মানুষ ধীরে ধীরে বিষয়টি বোঝা শুরু করছে।
বর্তমানে সাকিবের ক্যারিয়ার এক অনিশ্চিত অধ্যায়ে। মাঠে ফেরার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক বাধা তার পথরুদ্ধ করছে। দেশের মাটিতে শেষবারের খেলায় দেখা মিলবে কি না, সেটা এখনো অনিশ্চিত। ভক্তরা অধীর আগ্রহে সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন—সাকিব কি মিরপুরে জার্সি গায়ে জড়াতে পারবেন, নাকি এই অধ্যায়ই থেকে যাবে অসমাপ্ত।
সূত্র: ক্রিকফ্রেঞ্জি
নিউজবাংলাদেশ.কম/পলি








