News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ২ অক্টোবর ২০২৫

২-০ গোলে চ্যাম্পিয়ন্স লিগে শক্ত অবস্থান আর্সেনালের

২-০ গোলে চ্যাম্পিয়ন্স লিগে শক্ত অবস্থান আর্সেনালের

ছবি: সংগৃহীত

ইউরোপের সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব আর্সেনাল ঘরের মাঠে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকসকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে। এই জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল মিকেল আর্তেতার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে স্বাগতিক ‘গানার্স’রা। মাত্র দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ মিস করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে ১২তম মিনিটে পোস্টে লেগে ফিরে আসা ভিক্টর গিওকোরেসের শট থেকে বল পেয়ে সহজ সুযোগে তা জালে পাঠান মার্টিনেল্লি, এগিয়ে যায় আর্সেনাল (১-০)।

প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় আর্সেনাল। অন্যদিকে, অলিম্পিয়াকসও গোলের সুযোগ পেয়েছিল। সাবেক উলভস ফরোয়ার্ড ড্যানিয়েল পোডেন্সের একটি দুর্দান্ত ভলি একহাতে রক্ষা করেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া, যা ছিল ম্যাচের অন্যতম সেরা সেভ।

আরও পড়ুন: ইনজুরিতে ছিটকে গেলেন রাফিনিয়া-গার্সিয়া, বড় ধাক্কায় বার্সেলোনা

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস, যিনি মাঝমাঠে গতি বাড়িয়ে মার্টিন ওডেগার্ড ও লিয়ান্দ্রো ত্রোসার্ডকে গোলের সুযোগ তৈরি করে দেন। যদিও তারা তা কাজে লাগাতে ব্যর্থ হন।

৭৩তম মিনিটে কোচ মিকেল আর্তেতা মাঠে নামান বুকায়ো সাকা ও এবেরেচি এজেকে, যথাক্রমে মার্টিনেল্লি ও ত্রোসার্ডের পরিবর্তে। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) ওডেগার্ডের নিখুঁত পাস থেকে গোল করেন সাকা। তার শক্তিশালী শটের সামনে কিছুই করার ছিল না অলিম্পিয়াকস গোলরক্ষকের।

পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখালেও গোলের সুযোগ নষ্ট হওয়ায় এক পর্যায়ে স্নায়ুচাপে পড়ে যায় আর্সেনাল। তবে শেষ সময়ে সাকার গোলে স্বস্তি ফেরে ‘গানার্স’ শিবিরে।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে আর্সেনাল এবং গ্রুপপর্বে শক্ত অবস্থান নিশ্চিত করেছে। কোচ মিকেল আর্তেতার কৌশল ও খেলোয়াড়দের পারফরম্যান্সে ফুটে উঠেছে দলের আত্মবিশ্বাস ও লক্ষ্যপূরণের দৃঢ়তা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়