News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ২২ আগস্ট ২০২৫

ইনজুরি পিছু ছাড়ছে না মেসির

ইনজুরি পিছু ছাড়ছে না মেসির

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারকে। সর্বশেষ লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও অনুপস্থিত ছিলেন তিনি। এতে আবারও শঙ্কা দেখা দিয়েছে- তাহলে কি ইনজুরি পিছু ছাড়ছে না মেসির?

দিন কয়েক আগে মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলসের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না মেসি। প্রথমার্ধে ৪৫ মিনিট মাঠে থাকার পরই অস্বস্তি দেখা দেয় তার মধ্যে। এমনকি পায়ের মাংসপেশি চেপে ধরতেও দেখা যায় তাকে। এরপরই লিগস কাপে টাইগার্সের বিপক্ষে মাঠে নামানো হয়নি তাকে।

সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৪৫ মিনিট খেলার পর মেসি অস্বস্তি অনুভব করছিল। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, সে খেলবে কি না। সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।’

চলতি বছরই নয়, আগের বছরও একাধিকবার ইনজুরিতে পড়েছিলেন মেসি। লিগামেন্ট ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তখন ক্লাব ও দেশের হয়ে মোট ১০টি ম্যাচ মিস করেছিলেন তিনি।

বারবার ইনজুরির কারণে মেসির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যেই সামনে ২০২৬ বিশ্বকাপ। আর এক বছরেরও কম সময় বাকি থাকায় মেসির ইনজুরি সমর্থকদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: নারী ক্রিকেটারদের ট্রল: রুমানা আহমেদের প্রতিক্রিয়া

তাদের প্রত্যাশা একটাই- বিশ্বকাপে যেন ইনজুরিমুক্ত মেসিকে দেখা যায়। তবে এভাবে ঘনঘন চোট পেতে থাকলে টানা ম্যাচ খেলার সুযোগ তার জন্য আরও কঠিন হয়ে উঠবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়