News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ভারতের ২২ বছরের অপেক্ষার অবসান

ভারতের ২২ বছরের অপেক্ষার অবসান

ঢাকা: পেসার ইশান্ত শর্মার হাত ধরে শ্রীলঙ্কার মাটিতে জয়খরা ঘোচাল ভারত। ২২ বছর পর ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে আবারও সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

মঙ্গলবার সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সফরকারী দলের স্পিনার অমিত মিশ্র লঙ্কার এগার নম্বর ব্যাটসম্যান নুয়ান প্রদীপকে আউট করলে ১১৭ রানের দাপুটে জয় পায় ভারত। আর তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।

তাছাড়া চার বছর বাদে ভারতের বাইরে টেস্ট সিরিজ জেতার কীর্তিও দেখাল রবিচন্দন অশ্বিন-চেতেশ্বর পূজারারা। এটাই অধিনায়ক হিসেবে বিরাট কোহলির প্রথম টেস্ট সিরিজ জয়। যাতে করে মোহাম্মদ আজহারউদ্দিনের পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে সাফল্য পেল সফরকারীরা।

সিরিজ নির্ধারণী এ টেস্টে প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করেছিল ভারত। ক্যারিং থ্রু দ্য ইনিংস ব্যাট করে তাতে নেতৃত্ব দিয়েছিলেন দলটির ওপেনার চেতেশ্বর পূজারা। এরপর ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ২০১ রানেই গুটিয়ে যায়। ফলে ভারত তাদের প্রথম ইনিংসেই ১১১ রানের লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৭৪ রান সংগ্রহ করে ভারত। ফলে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৩৮৬ রান। সেই লক্ষ্য তাড়ায় ১১৭ রান দূরে থাকতে ২৬৮ রানে অলআউট হয় অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী।

লঙ্কার দ্বিতীয় ইনিংসে ম্যাথুস দারুণ একটি শতক উপহার দেন। কিন্তু স্বাগতিক দলের অধিনায়কের লড়াকু ১১০ রান এবং কুশল পেরেরার ৭০ রানে ভর করে পরাজয় এড়াতে পারেনি তাদের দল। ইশান্ত শর্মার বোলিং তোপের সাথে রবিচন্দন অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা হয় উপুল থারাঙ্গা ও দিমুথ করুনারত্মেরা। ফলে সিরিজে লিড নেওয়ার পরও টানা দুই পরাজয়ে ট্রফি খোয়াতে হল স্বাগতিকদের। কুমার সাঙ্গাকারার বিদায়ী সিরিজের ট্রফিটা ভারত নিয়ে গেল তাদের দেশে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়