News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১১:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২০

আবারও আইসিসির কাঠগড়ায় ইশান্ত

আবারও আইসিসির কাঠগড়ায় ইশান্ত

ঢাকা: চলমান কলম্বো টেস্টে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে খারাপ আচরণ করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাঠগড়ায় দাঁড় হতে হচ্ছে ইশান্ত শর্মা, ধামিকা প্রসাদ, দিনেশ চান্ডিমাল এবং লাহিরু থিরিমান্নেকে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

সোমবার সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে খেলার মাঠে বচসায় জড়িয়েছিলেন চান্ডিমাল, প্রসাদ, থিরিমান্নে ও ইশান্ত। এই জন্য দুই ফিল্ড আম্পায়ার এই চতুষ্টকের বিপক্ষে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে শ্রীলঙ্কা ও ভারতের এ চার ক্রিকেটারকে শুনানির জন্য ডাকছে আইসিসি। অবশ্য ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত এই শুনানি হচ্ছে না।

মঙ্গলবার এক টুইটার বার্তায় আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা-ভারত সিরিজের তৃতীয় টেস্ট শেষে এই চার ক্রিকেটারের বিপক্ষে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে এবং তাদেরকে প্রাপ্ত শাস্তি দেওয়া হবে। এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টেও আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙায় ম্যাচ ফির ৬৫ শতাংশ কেটে নেওয়া হয়েছিল ইশান্তের।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়