অঘটনের শিকার নিশিকোরি, সেরেনার জয়
ঢাকা: ইউএস ওপেনের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছেন জাপানের চতুর্থ বাছাই কেই নিশিকোরি। তবে আনায়েসে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মেয়েদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। জয় পেয়েছেন রাফায়েল নাদালও।
সোমবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস সময় নিয়েছেন মাত্র ৩০ মিনিট। ফ্লাশিং মিডোসে প্রথম রাউন্ডের খেলায় রাশিয়ার অবাছাই তারকা ভিতালিয়া ডিসেনোকো ৬-২, ২-০ সেটে পরাস্ত করেন ২১ টি গ্র্যান্ড স্লামের মালিক।
অন্যদিকে ক্রোয়েশিয়ার ১৮ বছর বয়সী তারকা ব্রুনা কোরিকের বিপক্ষে ৬-৩, ৬-২, ৪-৬ ও ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন ছেলেদের অষ্টম বাছাই রাফায়েল নাদাল। কিন্তু গত বছরের ইউএস ওপেনের ফাইনালিস্ট প্রথম রাউন্ডেই হোঁচট খেয়েছেন। ফরাসি র্যাকেটম্যান বেনট পেয়ারের কাছে ৬-৪, ৩-৬, ৪-৬, ৭-৬ এবং ৬-৪ সেটে হার মানেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








