News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

ভারতকে সিরিজ জয়ের আশা দেখাচ্ছেন ইশান্ত

ভারতকে সিরিজ জয়ের আশা দেখাচ্ছেন ইশান্ত

ঢাকা: সিংহলিজ স্পোর্টস ক্লাবে আরেকটি ঘটনাবহুল দিন শেষে সিরিজ জয় থেকে সাত উইকেট দূরে ভারত। এক্ষেত্রে সফরকারীদের আশা দেখাচ্ছে ইশান্ত শর্মার আগুনে বোলিং। পেস, বাউন্স ও ইয়ার্কারের অস্ত্রে প্রথম ইনিংসে লঙ্কানদের বিভ্রান্ত করার পর দ্বিতীয় ইনিংসেও স্বরূপে আছেন দিল্লির দীর্ঘাদেহী পেসার। যা দ্বীপরাষ্ট্রটিতে ভারতকে দ্বিতীয়বারের মতো সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে।

অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী দ্বিতীয় ইনিংসে ৩৮৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১ রানে ১ উইকেট হারিয়ে ফেলেছিল। স্কোরবোর্ডে যখন ২ রান তখন ২ উইকেটের পতন। তৃতীয় উইকেট হারাতেও সময় লাগেনি তাদের। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২১ রানের মাথায় প্যাভিলিয়নের পথে হাঁটা দেন দিনেশ চান্ডিমাল। অবশ্য দিন শেষে প্রাথমিক বিপর্যয়টা অনেকটা সামলে ওঠে লঙ্কা। দিনের খেলা শেষ হওয়ার আগে ১৮.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। অপরাজিত ব্যাটসম্যান হিসেবে মাঠ ছেড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ২২ ও কুশল সিলভা ২৪। অসম্ভব সাধন করতে আরও ৩১৯ রান দরকার লঙ্কানদের।

হ্যাঁ, জয়ের জন্য অসম্ভব সাধনই করতে হবে শ্রীলঙ্কাকে। কারণ, সিংহলিজ স্পোর্টস ক্লাবে সবচেয়ে সফল রান তাড়া হলো ৩২৬ রান। ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি দেখিয়েছিল স্বাগতিকরাই। কিন্তু এবার সেই লক্ষ্যটা তার থেকে ঢের বেশি, ৩৮৬। এর আগে ৩৮৬ রানের হিমালয়ে ওঠার পথে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন উপুল থারাঙ্গা। রানের খাতা খোলার আগেই ইশান্ত শর্মার শিকার হন তিনি। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত শুন্য রানেই আউট দিমুথ করুনারত্মেও। তারপর নিজের নামের পাশে ১৮ রান যোগ করে আউট হন দিনেশ চান্ডিমাল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে দিনের বাকি খেলাটুকু চালিয়ে নেন ম্যাথুস-কুশল চতুর্থ উইকেট জুটি।

এর আগে সোমবার টেস্টের চতুর্থ দিন তৃতীয় সেশনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৭৬ ওভার ব্যাট করে ২৭৪ রানে অলআউট হয়। সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসেই ১১১ রানের লিড পেয়েছিল। ফলে দুই ইনিংস মিলে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮৬ রান। কেননা ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিনের তিন উইকেটে সংগ্রহ করা ২১ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন স্কোরবোর্ডে আরও ২৫৩ রান যোগ করে। মূলত রবিচন্দন অশ্বিনের ৫৮, রোহিত শর্মার ৫০ এবং স্টুয়ার্ট বিন্নির ৪৯ রানে স্কোরবোর্ড সচল রাখে কোহলি বাহিনী।

এরও আগে ভারত তাদের প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করেছিল। এর জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়। প্রসঙ্গত, তিন ম্যাচের টেস্ট সিরিজ দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে। অর্থাৎ, সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে যারা জিতবে সিরিজ তাদেরই হবে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়