আসছে গান্ধী-ম্যান্ডেলা সিরিজ
ঢাকা: ভবিষ্যতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সব দ্বি-পাক্ষিক সিরিজ ‘মহাত্মা গান্ধী-নেলসন ম্যান্ডেলা সিরিজ’ নামে পরিচিত হবে। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিন এক বিবৃতিতে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, “আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষ থেকে আমরা মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান দেখাতে চাই। সেজন্যই তাদের নামে সিরিজের নামকরণ।” অন্যদিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগত বলেন, “প্রত্যেকটি জয়ের জন্য মাঠে আমাদের কঠিন সংগ্রাম করতে হয়। কিন্তু আমরা কখনোই এই দুই কিংবদন্তি নেতার আদর্শকে ভুলতে পারি না।”
ভারত স্বাধীন হওয়ার আগে গান্ধী দেশটির অহিংস আন্দোলনের পথিকৃৎ নেতা ছিলেন। সেই তিনি আবার দক্ষিণ আফ্রিকার সাথেও সম্পর্কিত। কেননা তার উত্থান আফ্রিকার দেশটিতেই। গান্ধী সেখানে প্রথম আইনি পেশা শুরু করেছিলেন। অন্যদিকে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বিরোধী নেতা ছিলেন। পরে ১৯৯৪ থেকে ৯৯ পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন নোবেল জয়ী এ নেতা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








