News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

শ্রীলঙ্কার টার্গেট ৩৮৬

শ্রীলঙ্কার টার্গেট ৩৮৬

ঢাকা: ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিততে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার প্রয়োজন ৩৮৬ রান।

সোমবার টেস্টের চতুর্থ দিন তৃতীয় সেশনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৭৬ ওভার ব্যাট করে ২৭৪ রানে অলআউট হয়। সফরকারীরা এর আগে প্রথম ইনিংসেই ১১১ রানের লিড পেয়েছিল। ফলে দুই ইনিংস মিলে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮৬ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিনের তিন উইকেটে সংগ্রহ করা ২১ রান নিয়ে ব্যাট করতে নেমে ভারত এদিন স্কোরবোর্ডে আরও ২৫৩ রান যোগ করে। মূলত রবিচন্দন অশ্বিনের ৫৮, রোহিত শর্মার ৫০ এবং স্টুয়ার্ট বিন্নির ৪৯ রানে স্কোরবোর্ড সচল রাখে কোহলি বাহিনী।

এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করেছিল। এর জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়। প্রসঙ্গত, তিন ম্যাচের টেস্ট সিরিজ দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে। অর্থাৎ, সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে যারা জিতবে সিরিজ তাদেরই হবে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়