News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

কন্ডিশনকে অজুহাত করবে না অস্ট্রেলিয়া!

কন্ডিশনকে অজুহাত করবে না অস্ট্রেলিয়া!

ঢাকা: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হলে  ‘অপরিচিত’ ভারতের কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইবে না অস্ট্রেলিয়া। সোমবার এক সাক্ষাৎকারে এমন কথা জানান দলটির ওপেনার ডেভিড ওয়ার্নার।

অসিরা ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দাপুটে শক্তি হলেও এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তবে আগামী বছরের মার্চ-এপ্রিলের টি-টোয়েন্টি মহাযজ্ঞে সেই খরা কাটাতে আশাবাদী ‘দ্য ইয়োলো’রা।

অবশ্য উপমহাদেশের মাটিতে ঐতিহ্যগতভাবে দুর্বল অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ভারতের ন্যাড়া উইকেটে মানসম্পন্ন স্পিনারদের বিপক্ষে অধিকাংশ সময় ধুঁকতে দেখা যায় ‘ব্যাগি গ্রিনে’র মালিকদের। বিষয়টি নিয়ে ওয়ার্নার বললেন, “ভারত সফরে গিয়ে তাদের কন্ডিশনের অজুহাত দেওয়া আমাদের সাজে না।”

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে ওয়ার্নার বলেন, “আমাদের সব খেলোয়াড়রা আগে সেখানে খেলেছেন। অনেকের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতাও আছে। সুতরাং যাদেরকেই বেছে নেওয়া হক, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার এটাই আমাদের সেরা সুযোগ।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়