News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

অ্যাঞ্জেল ডি মারিয়ার পর ডি ব্রুইন

অ্যাঞ্জেল ডি মারিয়ার পর ডি ব্রুইন

ঢাকা: ব্রিটিশ ট্রান্সফার ফি’র দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে জার্মানির ভলভসবুর্গ থেকে ইংল্যান্ডের ম্যানসিটিতে নাম লেখালেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। অর্থাৎ, অ্যাঞ্জেল ডি মারিয়ার পর ২৪ বছর বয়সী এ ফুটবলারই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবচেয়ে দামি ফুটবলার।

রোববার ৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ছয় বছরের চুক্তিতে ইত্তিহাদ স্টেডিয়ামে যোগ দিলেন কেভিন ডি ব্রুইন। দল বদলের চলতি বাজারে রহিম স্টারলিং, ফ্যাবিয়ান ডেলফ এবং নিকোলাস ওটামেন্ডির পর চতুর্থ ফুটবলার হিসেবে সিটিজেন শিবিরে যোগ দিলেন সাবেক এই চেলসি তারকা।

নতুন দলে যোগ দেওয়ার পর ডি ব্রুইস বলেন, “এখানে খেলোয়াড় হিসেবে আমার সর্বোচ্চটা দিতে এসেছি। আশা করছি বছরের শেষে নিজেদের ট্রফিকেসে কিছু শিরোপা জমাতে পারব।” অন্যদিকে সিটি বস ম্যানুয়েল পেলেগ্রিনি বললেন, “আমাদের স্কোয়াডে আরেকজন স্পেশাল খেলোয়াড়কে যোগ করতে পারায় আমরা খুশি।”

চেলসির হয়ে আলো কাড়তে ব্যর্থ হওয়ার পর ২০১৪ সালের জানুয়ারিতে ১৬.৭ মিলিয়ন পাউণ্ডের বিনিময়ে জার্মানির ভলফসবুর্গে যোগ দিয়েছিলেন ডি ব্রুইন। এক বছর বাদে সেই তিনি রেকর্ড পরিমাণ অর্থে আবারও ইপিএলে ফিরলেন। প্রসঙ্গত, ইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফার অ্যাঞ্জেল ডি মারিয়ার। ২০১৪ সালে ৫৯.৭ মিলিয়ন পাউণ্ডের বিনিময়ে রিয়াল থেকে ম্যানইউতে নাম লিখিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়