News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

ইউএস ওপেন শেষ শারাপোভার

ইউএস ওপেন শেষ শারাপোভার

ঢাকা: বছরের চতুর্থ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ইউএস ওপেন শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে নিজেকে টুর্নামেন্টটি থেকে সরিয়ে নিলেন মারিয়া শারাপোভার। ইনজুরির কারণে ফ্লাশিং মিডোসের সবুজ কোর্টে নামা হচ্ছে না মেয়েদের তৃতীয় বাছাইয়ের।

রোববার এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছেন খোদ শারাপোভাই। আসলে কনুইয়ের ইনজুরির কারণে গত উইম্বলডনের পর থেকে কোর্টে নামেননি ২৮ বছর বয়সী রাশিয়ান তারকা। তবে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম মারফত এটা নিশ্চিত করেছেন ইউএস ওপেনে খেলবেন তিনি। কিন্তু রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শারাপোভা ঘোষণা দিলেন, ইউএস ওপেনে খেলছি না।

আজ সোমবার শুরু হতে চলা ইউএস ওপেনের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভার মুখোমুখি হওয়ার কথা ছিল শারাপোভার। কিন্তু রুশ সুন্দরী নিজেকে প্রত্যাহার করায় এখন তার বদলে সুযোগ পাচ্ছেন তারই স্বদেশি কাছাতকিনা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়