News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৪, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

জয়রথ অব্যাহত পিএসজির

জয়রথ অব্যাহত পিএসজির

ঢাকা: অভিষেকে আলো ছড়ালেন অ্যাঞ্জেল ডি মারিয়া। জোড়া লক্ষ্যভেদে গোলখরা কাটালেন এডিনসন কাভানি। ইনজুরি থেকে ফিরলেন জ্লাটান ঈব্রাহিমোভিচ। এই তিনের মিশেলে ফরাসি লিগ ওয়ানে জয়রথ অব্যাহত প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)।

নতুন মৌসুমে টানা চার ম্যাচ জিতল ফ্রান্স চ্যাম্পিয়ন পিএসজি। রোববারের লিগ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোনাকোকে ৩-০ গোলে হারিয়েছে থিয়াগো সিলভা বাহিনী। তিন ম্যাচ পর এদিন জোড়া গোল করেছেন কাভানি। তাছাড়া স্কোরশিটে নাম উঠিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার এজকুয়েল লাভেজ্জিও।

নিস্ফলা প্রথমার্ধের পর খেলার ৫৭ মিনিটে দারুণ এক হেডারে প্রতিপক্ষের গোলমুখ খোলেন কাভানি। ৭৩ মিনিটে দলের দ্বিতীয় গোলটিও উরুগুয়ান ফরোয়ার্ডের। ঈব্রাহিমোভিচের নিকট থেকে পাস পেয়ে স্কোরলাইন ২-০ করেন ম্যাটাডোর খ্যাত ফুটবলার। এরপর শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে ডি মারিয়ার পাস থেকে গোল করেন তারই স্বদেশি লাভেজ্জি।

দারুণ এই পারফরম্যান্সে ২০০৭ সালের পর লিগে মোনাকোর বিপক্ষে প্রথম জয় পেল পিএসজি। যা ফ্রান্স চ্যাম্পিয়নদের টেবিলের শীর্ষেই রাখল। চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লরা ব্লাঁর দল। নয় পয়েন্ট নিয়ে দুই রেইমস। তিনে রেনেস এবং পাঁচে অলিম্পিক লিঁও।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়