টানা দ্বিতীয় জয় অ্যাটলেটিকোর
ঢাকা: নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচে লাস পারমাসকে হারানোর পর সেভিয়াকেও হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার স্প্যানিশ লা লিগার ম্যাচে ইউরোপা লিগের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়েছে ডিয়াগো সিমিওনের শিষ্যরা।
র্যামন সানচেজ পিজুয়ানে গিয়ে ২০১৪ সালের স্পেন চ্যাম্পিয়নদের পক্ষে একটি করে গোল করেন মিডফিল্ডার কোকে, অধিনায়ক গ্যাবি এবং নতুন রিক্রুট জ্যাকসন মার্টিনেজ। অ্যাটলেটিকোর জার্সিতে গতকালই প্রথম গোল করলেন কলম্বিয়ান ফরোয়ার্ড।
গত মৌসুমে ঘরের মাঠে কেবলমাত্র চারটি ম্যাচ হেরেছিল সেভিয়া। কিন্তু ২০১৫-১৬ মৌসুমে নিজেদের প্রথম হোম ম্যাচে সেই ফর্মের পুনরাবৃত্তি দেখাতে পারল না উনাই এমেরির শিষ্যরা।
অ্যাটলেটিকো খেলার ৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার পর বিরতির আগেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সেভিয়া। কিন্তু জুভেন্টাস থেকে আবারও ঘরে ফেরা ফার্নান্দো লরেন্তে সেই সুযোগ মিস করেন। উপরন্তু এরপর বিরতি থেকে ফিরে গ্যাবি আর মার্টিনেজও লক্ষ্যভেদ করেন। তাতে ৩-০ গোলের জয় পায় মাদ্রিদের ক্লাবটি।
এই জয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে লিগ পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে অ্যাটলেটিকো। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট তাদের। সবার ওপরে এইবার, দ্বিতীয় স্থানে সেল্টা ডি ভিগো। চার নম্বরে বার্সা, আর পাঁচ নম্বরে রিয়াল মাদ্রিদ।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








