News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৭, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

ডিআরইউ দাবা শুরু

ডিআরইউ দাবা শুরু

ঢাকা: অভ্যন্তরীণ ক্রীড়া উৎসবের অংশ হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ রোববার ডিআরইউ সম্প্রসারিত হল রুমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি সারোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন ডিআরইউ অর্থ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী, ক্রীড়া উৎসবের সদস্য সচিব ও সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, রফিকুল ইসলাম ও কামরুজ্জামান হিরু।

এবারের প্রতিযোগিতায় পুরুষ ইভেন্টে ২২ জন এবং মহিলা ইভেন্টে ৫ জন প্রতিযোগি অংশ নিয়েছে। নক আউট পদ্ধতির এই দাবা প্রতিযোগিতার প্রথম দিনে হাসান আরিফ, নুরুজ্জামান লাবু, ইকবাল ফরহাদ, জেহাদ হোসেন চৌধুরী, তারেক সালমান, জিয়াদুল ইসলাম, এম এম সেকেন্দার, মেহেদী আজাদ মাসুম, ওমর ফারুক ও তপন বিশ্বাস নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়