News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৯, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৫০, ১৮ জানুয়ারি ২০২০

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হতে চান জুবায়ের

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হতে চান জুবায়ের

ঢাকা: জাতীয় দলে খেলছেন নিয়মিতই। অথচ এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হতে পারেননি। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচেও খেলা হয়নি তার। এজন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন টাইগারদের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ঘরোয়া লিগে নিয়মিত খেলতে চান ১৯ বছর বয়সী ক্রিকেটার।

রোববার এক সাক্ষাৎকারে জুবায়ের বলেন, “একজন খেলোয়াড়ের কাজ হচ্ছে খেলে যাওয়া। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আন্তর্জাতিক ম্যাচে কাজে লাগানো সম্ভব হয়। আসলে যেখানেই খেলি আমার কাজ হবে পারফর্ম করা। এবারের জাতীয় লিগে যেহেতু খেলার সুযোগ আছে সেহেতু আমার কাজ হবে ভালো খেলা এবং অভিজ্ঞতা অর্জন করা। এজন্য ম্যাচ খেলাটা খুব গুরুত্বপূর্ণ।”
 
সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের হোম সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে অসিরা। সেই সিরিজে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগবে বলে মনে করেন জুবায়ের। তিনি বলেন,“আসলে আমাদের উইকেটে টার্ন বেশি থাকে। স্লো থাকে। এগুলো অ্যাডভানটেজ। চেষ্টা থাকবে এই সুবিধা কাজে লাগানোর। আমি সবসময় চেষ্টা করি ভালো জায়গায় বল করতে এবং দলকে ব্রেক থ্রু এনে দিতে। আল্লাহর রহমতে, আমার ডেলিভারিতে ভেরিয়েশন আছে।”
 
অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন- এমন প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, “শেষ কয়েকটা ম্যাচে বোলিংয়ে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছি। অ্যাকুরেসি নিয়ে বিশেষভাবে কাজ করছি। একজন লেগস্পিনারের জন্য একই জায়াগায় বারবার বল ফেলা খুব কঠিন। এখন সেটা নিয়েই কাজ করছি। আসলে ভালো মানের লেগস্পিনার হওয়া একটা সাধনার ব্যাপার। অনেক সময় লাগে। আমি তাড়াহুড়ো করছি না। চেষ্টা করছি প্রতিদিন উন্নতি করার। পরিশ্রম করছি। তাছাড়া শারীরিক ও টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছি।”
 
ভালো মানের লেগস্পিনার হতে হলে কাউকে অনুসরন করতে হয়। জুবায়ের কাকে অনুসরন করেন। বিষয়টি নিয়ে ১৯ বছর বয়সী ক্রিকেটার বললেন, “আমার আইডল শেন ওয়ার্ন। ভিডিওতে ওনার বোলিং দেখি। অসম্ভব টার্ন করত ওনার বল। তবে এখন যেহেতু উনি খেলেন না তাই ইমরান তাহিরকে অনুসরন করার চেষ্টা করি।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়