অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ
ট্রাইব্রেকারে হারলো বাংলাদেশ
ঢাকা: মাত্র কয়েক দিন আগেই সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ছোটরা পারলেও বাংলাদেশের যুবরা সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবলের সেমিফাইনালে ভারতের কাছে ট্রাইবেকার ভাগ্য পরীক্ষায় ৪-৩ গোলে হেরেছে।
বৃহস্পতিবার নেপালে ললিতপুরের আনফা কমপ্লেক্সে আর্টিফিসিয়াল টার্ফে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে নাটকীয়ভাবে ট্রাইবেকারে ভারতের কাছে ৪-৩ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।
প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার নির্ধারিত ৯০ মিনিট ছিলো গোল শুন্য। অবশেষে ট্রাইবেকারে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের যুবরা। ট্রাইবেকারে ভারত প্রথমে শটটি মিস করে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শট গোল ও পঞ্চম শটে মিস করে ভারত। কিন্তু ষষ্ঠ শটে গোল পায় তারা। ছয় শটে ভারত পায় চার গোল।
অন্যদিকে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় শটে গোল, তৃতীয় ও চতুর্থ শটে গোল মিস করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর পঞ্চম শটে গোল পেলে খেলায় ৩-৩ সমতায় ফেরে যুবরা। কিন্ত নিজেদের ষষ্ঠ শটে মিস করে ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।
প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যকার সেমিফাইল ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট গোল শুন্য ছিল। ফলে খেলাটি ভাগ্য নির্ধারনের ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ফাইনালে চোখ রেখেই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। বাংলাদেশ মাঠে নেমেছে সবুজ জার্সিতে। অন্যদিকে, ভারতীয়রা খেলেছে নীল জার্সিতে।
গ্রুপ পর্বের খেলায় ভুটানকে হারালেও স্বাগতিক নেপালের কাছে দুর্ভাগ্যজনক হার মানতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটিকে। যে কারণে এ-গ্রুপের রানার্স আপ হিসেবে সেমিফাইনালের এই ম্যাচে বি-গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








