বিপিএলের আগেই মাঠে ফিরতে চান শাহাদাত
ঢাকা: গত ৬মে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে পায়ের চোট নিয়ে এখনও মাঠের বাইরে আছেন জাতীয় দলের পেসার শাহদাত হোসেন। আগামী অস্ট্রেলিয়া সিরিজে ফেরা না হলেও নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় আসরেই মাঠে ফেরার প্রত্যাশা করছেন তিনি।
বৃহস্পতিবার মিরপুরে নিজের চোট নিয়ে তিনি বলেন, ‘আমি ফিল করছি আমার পায়ের অবস্থা এখন আগের চেয়ে অনেকটা বেটার। অস্ত্রোপচারের পর দুই মাস পূর্ণ হচ্ছে আজ। ডাক্তার বলেছিল দুই মাসের মধ্যে প্রপার জিম রিহ্যাব করতে পারবা। পায়ের অবস্থাও অনেক ভালো থাকবে। অনেক হার্ডওয়ার্ক করছি। আমি নিজেই ফিল করছি হয়তোবা একমাস পরই মাঠে ফিরতে পারবো।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজ ফেরা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘২০০৬ এ অস্ট্রেলিয়ার সাথে প্রথম খেলেছিলাম আমি। ফতুল্লা এবং চট্টগ্রামে খেলা ছিল। খুব ভালো খেলেছিলাম আমি আর মাশরাফি ভাই। সে অভিজ্ঞতা খুব ভালো ছিল। অনেক দিন পর অস্ট্রেলিয়া আসতেছে বাংলাদেশে। অনেকগুলা সিরিজ মিস করেছি। নিজের কাছেই খুব খারাপ লাগতেছে। এটা পার্ট অব লাইফ, কিছু করার নাই।’
তারকা পেসারদের মাঝে নিজের ফেরার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ টিমে সব সময়ই ভালো ভালো বোলার এসেছে। আগেও কিন্ত চ্যালেঞ্চ ছিল। মাশরাফি ভাইও কিন্ত অনেক পরই ঢুকেছেন। এটা থাকবেই। যখন থেকে আমি ক্রিকেট শুরু করি তখন থেকেই চ্যালেঞ্চ জিনিসটাকে আমি পছন্দ করি। কষ্ট তো হবেই। আমি যদি সুযোগ পাই ভালোভাবেই কামব্যাক করবো।’
বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, ‘আমাদের টিমটা অনেক বেটার। অনেক স্ট্রং হইছে এখন নরামালি যে রকম ক্রিকেট খেলতেছে। এরকম খেললে অনেক কম্পিটিশন হবে যেটা দক্ষিণ আফ্রিকার সাথে হয়েছে।’
কবে মাঠ ফেরা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিপিএলের আগে ডেফিনেটলি ফিরবো। আর একটা মাস লাগবে। সেপ্টেম্বরের শেষের দিকে হয়তোবা আমি বোলিং শুরু করবো।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








