ফুটবলেও আজ ভারতকে হারাবে বাংলাদেশ: মুশফিক
ঢাকা: বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম শুধু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকেন না। জাতীয় দলের সফল এ ক্রিকেটার দেশের ফুটবলেরও নিয়মিত খবর রাখেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের প্রত্যাশা ফুটবলেও তারা আজ ভারতকে হারিয়ে ফাইনালে উঠবে। বৃহস্পতিবার সকাল ৯টায় নিজের ফেসবুকে তিনি লেখেন,“বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের জন্য শুভ কামনা, সেমিফাইনালে বাংলাদেশ আজ ভারতকে হারাবে ইনশাল্লাহ।”
মাত্র কয়েক দিন আগেই সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবলে ফাইনালে ভারতকে হারিয়ে সাফের তৃতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই ভারত এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাফ দলের সামনে দাঁড়িয়েছে সেমিফাইনালে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় নেপালে ললিতপুরের আনফা কমপ্লেক্সে আর্টিফিসিয়াল টার্ফে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








