অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ
সেমিফাইনালে বাংলাদেশের সামনে আজ ভারত
ঢাকা: সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবলে ফাইনালে ভারতকে হারিয়ে সাফের তৃতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই ভারত এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাফ দলের সামনে দাঁড়িয়েছে সেমিফাইনালে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় নেপালে ললিতপুরের আনফা কমপ্লেক্সে আর্টিফিসিয়াল টার্ফে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন নিয়েই মাঠে নামছে বাংলাদেশের যুবারা। একই দিনে প্রথম সেমিফাইনালে দুপুর ১২টায় ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক নেপালের মুখোমুখি হবে আফগানিস্তান। আগামী শনিবার ২৯ আগস্ট দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
ভুটানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপপর্ব শুরু করেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু নেপালের বিপক্ষে দুর্দান্ত খেলেও মাসুক-জনিরা হেরেছে ২-১ গোলে। সেই ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও পরে ম্যাচে নেপাল সমতা ফেরায়। কিন্তু শেষ মুহূর্তে খেলা ইনজুরি টাইমে আত্মঘাতী গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর সেই ভুটান অন্য মাচে নেপালের কাছে হেরেছে ৩-০ গোলে।
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম দিন জিমে কাটালেও কাল মাঠে ঘাম ঝরিয়েছেন জনি-ইব্রাহিমরা। ডিফেন্ডারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোচ টিটু।
সেমিফাইনালে ভারতের মোকাবেলা করতে হবে সাইফুল বারী টিটুর শিষ্যদের। এবার সেমিফাইনালে হারাতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত। আগের ম্যাচে রক্ষণভাগের দুর্বলতায় নেপালের কাছে হারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই একই দুশ্চিন্তা তাড়া করছে তাদের।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু সেকথা স্বীকারও করেছেন। সেমিফাইনাল নিয়ে তিনি বলেছেন,“দলের রক্ষণভাগ নিয়ে আমি কিছুটা চিন্তিত। কারণ তারা তাদের সেরা পারফরম্যান্স এখনো উপহার দিতে পারেনি। আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) ভারতের বিপক্ষে তারা নিজেদের সেরাটা উজাড় করে দলকে ভালো কিছু উপহার দেবে।”
এছাড়া তিনি বলেন,“ভারত দারুণ এক ভারসাম্যপূর্ণ দল। তাদের বিপক্ষে খেলার আগে অনেক কিছু মাথায় রেখেই মাঠে নামতে হবে। কারণ ভারত দলের প্রতিটি খেলোয়াড়েরই গোল করার সামর্থ্য আছে। নেপালের বিপক্ষে হারাটা কাম্য ছিল না। এখন আমাদের একটা দল হয়ে খেলে ম্যাচ রেজাল্ট বের করে আনতে হবে।”
ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট অর্জন করবে বাংলাদেশ। এমন প্রত্যাশা করছে বাংলাদেশের ফুটবল ভক্তরা।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








