News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১৩, ১৮ জানুয়ারি ২০২০

নেপালকে সহায়তার ম্যাচে রাজ্জাক সোহাগদের জয়

নেপালকে সহায়তার ম্যাচে রাজ্জাক সোহাগদের জয়

ঢাকা: নেপালের ভূমিকম্প-দুর্গতদের সহায়তা জন্য মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল চ্যারিটি ক্রিকেট ম্যাচ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিনরারা ওভালে রোববারের এই ম্যাচে বিশ্ব একাদশের বড় জয়ে বড় অবদান ছিল বাংলাদেশ দলের বাইরে থাকা দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীর। শ্রীলঙ্কান কিংবদন্তি সনথ জয়সুরিয়ার নেতৃত্বে বিশ্ব একাদশ ৩৭ রানে জয় লাভ করে।

চ্যারিটির এ ম্যাচে আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজি ছাড়াও বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচে প্রথমে ব্যাটিং করে বিশ্ব একাদশ ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে।

ফলে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নেপাল জাতীয় দল নির্ধারিত ওভারের চার বল বাকি থাকতে ৯৮ রানে অলআউট হয়। বিশ্ব একাদশের বোলারদের দাপুটে বোলিংয়ে নেপালের কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেনি। বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান সুরেস নাভারান্থাম।

তবে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক। চার ওভার বোলিং করে এক মেডেনসহ ১১ রানে দুটি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া জয়সুরিয়া দুটি উইকেট পান। টাইগার স্পিনার সোহাগ গাজী এক ওভারে ১৫ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন।

এর আগে টসে জিতে টি টোয়েন্টির এ ম্যাচে বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস।  অন্যদিকে বাংলাদেশের আব্দুর রাজ্জাক দুটি ছক্কায় ১৬ রান করে অপরাজিত ছিলেন।  এছাড়া ম্যাচে ছয় নম্বরে নেমে ব্যাটিংয়ে নেমে আমিনুল ইসলাম বুলবুল করেন ২ রান।  সোহাগ গাজী ৩ রান করেন।

উল্লেখ্য, বিশ্ব একাদশের দলটি গঠন করা হয় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে। এই দলে আরও ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ ও অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ওকিফ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়