News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪২, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১৩, ১৮ জানুয়ারি ২০২০

রবির বিজ্ঞাপনে মাশরাফি, মুস্তাফিজ ও সৌম্য

রবির বিজ্ঞাপনে মাশরাফি, মুস্তাফিজ ও সৌম্য

ঢাকা: অস্ট্রেলিয়ার বিশ্বকাপে ঝড় তোলার পর জাতীয় দলের পেসার রুবেল হোসেন টেলি কমিউনিকেশন কোম্পানি রবির নতুন বিজ্ঞাপনে আসেন। এই পেসারের পর রবির বিজ্ঞাপনে যুক্ত হলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তরুণ ওপেনার সৌম্য সরকার ও বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত একটি বেসরকারি স্টুডিও-তে বিজ্ঞাপনের স্যুটিংয়ে অংশ নেন মাশরাফিরা। টেলি কমিউনিকেশন কোম্পানি রবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ক্যাম্পেইনের নতুন বিজ্ঞাপন টেলিভিশন দর্শকদের ভালো লাগবে জানান মাশরাফি। ক্রিকেট তারকাদের জাতির জন্য প্রেরণার উৎস হিসাবে বিজ্ঞাপনে চিত্রে উপস্থাপন করা হয়েছে। দেশের তরুণ সমাজের ইতিবাচক মনোভাব তৈরিতে রবির সহযোগিতায় তিন ক্রিকেট তারকার অংশগ্রহণে তৈরি এ বিজ্ঞাপন অনুপ্রেরণা হবে।

এছাড়া বলা হয়, রবি মনে করে মাশরাফি, সৌম্য এবং মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশ হাজারো ক্রিকেট ভক্তদের কাছে ক্রিকেটের নায়ক। ক্রিকেটের এই তিন তারকার সাথে রবি দেশের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আপন শক্তিতে জ্বলে ওঠতে উৎসাহিত করতে কাজ করবে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়