News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৭, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১৩, ১৮ জানুয়ারি ২০২০

দল থেকে আট জনকে বাদ দেওয়া উচিত: পন্টিং

দল থেকে আট জনকে বাদ দেওয়া উচিত: পন্টিং

ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজ হারের পর ক্ষেপেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল থেকে আট জনকে বাদ দেওয়ার কথাও বলেছেন।

তিনি বলেছেন, অস্ট্রেলিয়া দল থেকে এই মুহূর্তে আট জনকে বাদ দেওয়া উচিত। এমনকি এদের কারও আর কোনও দিন টেস্ট ক্রিকেট খেলাই উচিত নয়।

সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার সাবেকদের কেউই হতাশা ডাকতে পারেননি। প্রত্যেকেই কোনো না কোনোভাবে দলের সমালোচনা করেছেন। তবে সবার চেয়ে একটু বেশিই ক্ষেপেছেন পন্টিং।

অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা এ অধিনায়ক বলেন, “আমাদের মেনে নেওয়া উচিত ইংল্যান্ড আমাদের সব বিভাগেই টেক্কা দিয়েছে। যে পিচে আমরা ৬০ রানে অলআউট হয়েছি, সেই পিচেই ৩৯১ করেছে ইংল্যান্ড। আর আমরা এখন ২৪১/৭। ফলে শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগও সমানভাবেই ডুবিয়েছে।”

ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ করার জন্য ওয়ার্নার-রজার্সকে অভিনন্দন জানালেও তাদের আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, “সুইং খেলতে হয় আমরা ভুলে গিয়েছি, নয় আমাদের খুব তাড়া আছে।

পাঁচ ম্যাচের অ্যাশেজ টেস্টে এক ম্যাচ বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। শনিবার চতুর্থ ম্যাচে জয় নিয়ে তারা শিরোপা নিশ্চিত করে। এর আগে প্রথম ও তৃতীয় ম্যাচে জয় তুলে নেয় ইংলিশরা।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়