১২টায় ফের বৃষ্টি, খেলা অনিশ্চিত
ঢাকা: বৃষ্টি থামার পর দুপুর ১২টায় আবারও ভারি বৃষ্টি হানা দিয়েছে মিরপুরে। দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত। মাঠে নামার অপেক্ষায় চতুর্থ দিনেও স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন ক্রিকেটাররা।
রোববার সকাল সাড়ে ১১টায় টাইগাররা মাঠে উপস্থিত হয়ে ফুটবল নিয়ে অনুশীলন করছিলেন। তামিম-সাকিবদের অনুশীলনের মাঝে মাঠে আসে প্রোটিয়ারা। তবে অনুশীলনে নামার আগেই তাদের দৌড়ে ফিরে যেতে হয় ডেসিং রুমে। কারণ মিরপুরে তখন ফের নেমে এসছে ভারি বৃষ্টি।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায় মিরপুরে বৃষ্টি থামেনি। এর আগে সকালে বৃষ্টি থামায় এ দিন ১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্তের কথা ছিল।
হঠাৎ করেই দুপুরে ভারি বৃষ্টির কারণে মিরপুরে খেলা চালিয়ে যাওয়া এখন অসম্ভব। সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও ভারি বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। বৃষ্টির কারণেই চট্রগ্রামে দু’দলের প্রথম টেস্টটি ড্র হয়।
এর আগে প্রথম দিনের খেলা হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার রাত থেকেই সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে।
সিরিজ নির্ধারণী ম্যাচের টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








