সানিয়া পাচ্ছেন ‘খেলরত্ন’ পুরস্কার
খেলায় কৃতিত্বের জন্য এ বছর ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কারের জন্য সানিয়া মির্জার নাম প্রস্তাব করা হয়েছে। শুক্রবার ভারতের ক্রীড়া মন্ত্রণালয় সানিয়ার নাম প্রস্তাবের খবর নিশ্চিত করেছে।
তবে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুরস্কার কমিটি।
ক্রীড়াসচিব অজিত শরণ শুক্রবার জানান, ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল নিজেই সানিয়া মির্জার নাম প্রস্তাব করেছেন। তবে পুরস্কার কমিটিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সুইস-সঙ্গী মার্টিনা হিঙ্গিসের সঙ্গে গত জুলাইয়ে কেরিয়ারের প্রথম ডাবলস গ্র্যান্ড স্লাম জেতেন সানিয়া মির্জা। এই ডাবল গ্র্যান্ড স্লামের আগে আরও তিনবার মিক্সড ডাবলসে জিতেছেন তিনি।
জানা গেছে, রাজীব গান্ধী খেলরত্নের জন্য স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পল্লিকাল ও ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌদার নামও উঠছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








