News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ১ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১০, ১৮ জানুয়ারি ২০২০

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সালমাদের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সালমাদের দল ঘোষণা

ঢাকা: অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। প্রোটিয়া নারীদের বিপক্ষে হোম সিরিজের জন্য শনিবার ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে আগামী ৭ আগস্ট শুরু হবে অনুশীলন ক্যাম্প। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দুই দিন বিরতি দিয়ে চূড়ান্ত স্কোয়াড নিয়ে আবার শুরু হবে প্রস্তুতি পর্ব। বিসিবির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে তিনজন উইকেটকিপার-ব্যাটসম্যানকে।

এরপর অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মহিলা দলের মধ্যে সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের মাটিতে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে প্রোটিয়া নারীদের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিল তারা। এর আগে ২০১৩ সালে সালমা খাতুনের দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দলটি।

বাংলাদেশ মহিলা দলের প্রাথমিক স্কোয়াড: সালমা খাতুন, রিতু রানী, জাহানারা আলম, লিলি রানী বিশ্বাস, ফারজানা হক পিংকি, তিথী রানী সরকার, রুমানা আহমেদ, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), লতা মন্ডল, শারমিন সুলতানা,আয়শা  রহমান শুকতারা, রুবিয়া হায়দার, পান্না ঘোষ, নিগার সুলতানা, (উইকেটরক্ষক), শায়লা শারমিন, তাজিয়া আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সুমনা আক্তার, সানজিদা ইসলাম, সুরাইয়া আজমিম, খাদিজাতুল কুবরা এবং জান্নাতুল ফেরদৌস।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়