চট্টগ্রামের পথেই ঢাকা টেস্ট, ৩য় দিনের খেলাও পরিত্যক্ত
ঢাকা: ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলাও বিকেল ৩টা ৫ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে চট্টগ্রাম টেস্টের মতো ড্রয়ের পথেই এগুচ্ছে ঢাকা টেস্ট।
এর আগে, বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় দিন দুপুর ১২টায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। একই কারণে শনিবার টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। তবে দুপুরে পর বৃষ্টি না থাকায় তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল বেলা সোয়া ২টায়। কিন্তু খেলা শুরুর ঠিক ২০ মিনিট আগে আবারও বাগড়া দেয় বৃষ্টি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টায়) গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। আগের দিন দুই দলের ক্রিকেটাররা হোটেলবন্দী থাকলেও এ দিন মাঠে উপস্থিত হয়েছিলেন মুশফিক-আমলারা।
এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাট করে বাংলাদেশ আট উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে। ফলে দুই উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামার কথা টাইগারদের।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে শুক্রবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারাদেশেই।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








