News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৮, ১ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১০, ১৮ জানুয়ারি ২০২০

ফের অনিশ্চিত তৃতীয় দিনের খেলা

ফের অনিশ্চিত তৃতীয় দিনের খেলা

ঢাকা: বৃষ্টির হানায় ফের অনিশ্চিত হয়ে পড়ল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। দুপুরে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সোয়া ২টায় খেলা শুরুর ঘোষণা দেওয়ার পর ফের হানা দেয় বৃষ্টি। খেলা শুরুর ঠিক ২০ মিনিট আগে আবারও বাগড়া দেয় বৃষ্টি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২টা ১৫মিনিট) গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ ঢেকে রাখা হয়েছে। বৃষ্টির কারণে শনিবার সকালে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা অনিশ্চিত হয়ে পড়লেও পরে বৃষ্টি থেমে যায়। এর পর দুপুর ১টা ৫৫ মিনিটে ফের বৃষ্টি শুরু হয়।

বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম দিনে ১৩ রান নিয়ে অপরাজিত থাকা নাসিরের সঙ্গে মুস্তাফিজ ও জুবায়ের হোসেন ব্যাটিংয়ে নামার কথা ছিল।

এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাট করে বাংলাদেশ আট উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে। ফলে দুই উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে শুক্রবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে মিরপুর টেস্ট মাঠে শনিবার তৃতীয় দিনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গড়ায়নি কোনো বল।

বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় দিন দুপুর ১২টায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের মতো শনিবার তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে গেছে। দুপুরের পর বৃষ্টি থামায় সোয়া ২টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু ফের বৃষ্টি হানায় তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হওয়ার পথে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়