News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৬, ১ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১০, ১৮ জানুয়ারি ২০২০

দেড়টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

দেড়টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

ঢাকা: ঢাকা টেস্টের তৃতীয় দিনেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। টানা বর্ষণের কারণে তৃতীয় দিনের খেলা এখন পর্যন্ত শুরু হয়নি। বেলা দেড়টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে মিরপুর টেস্ট মাঠে শনিবার তৃতীয় দিনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গড়ায়নি কোনো বল।

বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় দিন দুপুর ১২টায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের মতো শনিবার তৃতীয় দিনেও এখনো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা স্টেডিয়ামে আসেনি।

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাট করে বাংলাদেশ আট উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়