ব্যাপক সাড়া পাচ্ছি: তাবিথ
ঢাকা: নির্বাচনী প্রচারণায় নেমে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা সিটি উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল।
দ্বিতীয় দিনের মতো প্রচারণায় নেমে শনিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর কড়াইল বিটিসিএল মাঠের পাশে আনসার ক্যাম্পের সামনে প্রচারণা শুরু করেন তরুণ এ নেতা।
কড়াইল বস্তি এলাকায় প্রচারণা শুরুর আগে তাবিথ আউয়াল সংক্ষিপ্ত এক পথসভায় বলেন, “‘প্রার্থী হিসেবে আমি তরুণ। রাজধানীর মানুষ তরুণ নেতৃত্ব চায়। প্রচারণায় আমি মানুষের সমর্থন পাচ্ছি।”
তাবিথ আরো বলেন, “প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি মানুষের। আশা করি জনগণ ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।”
এরপর স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি কড়াইল বস্তি এলাকায় জনসংযোগে নেমে পড়েন। প্রচারণার সময় বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতাকে তার সাথে দেখা যায়নি।
এর আগে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে হযরত আম্বর শাহের মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ। ‘বাস’ প্রতীক পাওয়া তাবিথ আউয়াল ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে। বাবার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনিই বিএনপির সমর্থন পেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম