শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত। জনগণের ভোটে দলটি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ ও চাকরি স্থায়ীকরণে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকেই চাকরি জাতীয়করণের কথা বলেছেন, কেউ কেউ এমপিওভুক্তির দাবি তুলেছেন। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই শিক্ষকদের অধিকাংশ দাবি পূরণ হয়েছে— তা আপনাদের বক্তব্যেই উঠে এসেছে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে আমরা যত উদ্যোগ নেই না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করতে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
আরও পড়ুন: `শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তারেক রহমান`
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








