News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৫, ১৭ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ফাইল ছবি

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৭ অক্টোবর) তিনি এই মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল শুধু জুলাই সনদে স্বাক্ষর করবে—এটি জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য মানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। তিনি অভিযোগ করেন, শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা হয়নি এবং সংস্কার কমিশনে শুধুমাত্র নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আজ ঐতিহাসিক দিনে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, শ্রমিকরা রাজপথে আন্দোলন করছেন। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য মাত্র ২ থেকে ৩ লাখ টাকায় নির্ধারণ করা হচ্ছে।

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন

নাহিদ ইসলাম মন্তব্য করেন, ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি, বরং ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। শ্রমিকদের শোষণ চলছেই। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়