News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:২৫, ৬ অক্টোবর ২০২৫

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ: সারজিস

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ: সারজিস

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

পঞ্চগড়: মুলা ও বেগুন মার্কা নির্বাচন কমিশনের (ইসি) রুচিবোধের প্রতিফলন ঘটায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকা তাদের রুচিবোধের প্রকাশ করে। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমরা আশা করছি তারা এটি সংশোধন করবে।”

তিনি আরও বলেন, “আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলা নিয়েই এগোচ্ছি। সর্বশেষ তাদের সাদা শাপলা বা লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি শাপলার সঙ্গে কিছু যোগও করতে হয়, তাতেও আমাদের আপত্তি নেই।”

আরও পড়ুন: হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: ফখরুল

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই নেতা অভিযোগ করেন, “নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং কারও প্রভাবে এমন আচরণ করছে। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।”

আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সারজিস আলম।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়