ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান: হুমায়ুন
ছবি: সংগৃহীত
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশ নেবে। যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটা স্বাভাবিক। তিনি আসবেন। তারিখ ঠিক হলে আপনারা জানতে পারবেন।”
প্রবাসীদের দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন,“প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রবাসীদের বিষয়টি প্রাধান্য পেয়েছে। বিএনপি সব সময় প্রবাসীদের দাবির পক্ষে আছে, যাতে তা কার্যকর হয়। প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। এতে বোঝা যায় বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ মর্যাদায় রয়েছে।”
আরও পড়ুন: এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোনো মামলা করব না: মান্না
গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় হুমায়ুন কবির বলেন, “ডিম ছুঁড়ে মারার ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না; বরং আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








