News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ফাইল ছবি

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রবিবার অসুস্থ হয়ে পড়লে নূরুল মজিদকে কারাগার থেকে হাসপাতালে আনা হয় এবং আইসিইউতে রাখা হয়। তবে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৪ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিনই আদালতের আদেশে তাকে নরসিংদীর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী–৪ (মনোহরদী–বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়