News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ২ অক্টোবর ২০২৫

‘দেশকে অস্থিতিশীল করতে সচেষ্ট আওয়ামী লীগ ও ভারত’

‘দেশকে অস্থিতিশীল করতে সচেষ্ট আওয়ামী লীগ ও ভারত’

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ ও ভারত। একই সঙ্গে তিনি পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সেনবাগ ফোরামের আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

জাতিসংঘ সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, তার বক্তব্যে ৫ বছর ক্ষমতায় থাকার প্রয়াস ফুটে উঠেছে। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টার এমন ইচ্ছা দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থির করছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন কঠিন অগ্নিপরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা চলছে। আশেপাশে অনেক ষড়যন্ত্রকারী লোক রয়েছে, যারা এ প্রক্রিয়া ব্যাহত করতে পারে।

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর

আলোচনা সভায় বিএনপির এই নেতা আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।

তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত সচেষ্ট রয়েছে। 

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দেশের মানুষের যে ঐক্যের কারণে হাসিনা পালিয়েছে, সেই ঐক্য বিনষ্ট করতে যারা উঠে পড়ে লেগেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আবারও পুনর্ব্যক্ত করেন, পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে তা সরকারকে খুঁজে বের করতে হবে।

ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ফারুক বলেন, প্রধান উপদেষ্টার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী রয়েছে।

তার মতে, এই ষড়যন্ত্রকারীরা শুধু সরকারের ভেতরেই নয়, বাহির থেকেও সুষ্ঠু ভোট আয়োজনকে কঠিন করে তুলতে তৎপর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়