News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ২ অক্টোবর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবীর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের সব বিষয়ে তিনি অবগত রয়েছেন, যথাসময়েই তিনি দেশে ফিরবেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না নির্ধারণ করবে জনগণ: ডা. জাহিদ

তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, একাধিক বক্তব্যে হুমায়ুন কবীর প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করেছেন, যিনি নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা রাখছেন বলেও জানান।

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, এই হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন। 

তিনি দাবি করেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়